কোয়ান্টাম আধিপত্য অর্জন করেছে গুগল

২৩ অক্টোবর, ২০১৯ ১৮:৩২  
গুগল প্রথম কোয়ান্টাম কম্পিউটার তৈরি করেছে যা এমন কিছু গণনা সম্পন্ন করতে পারে তা আজকের সবচেয়ে ক্ষমতাশালী সুপার কম্পিউটারের সক্ষমতার বাইরে বলে দাবি করেন গুগল কর্তৃপক্ষ। একটি পরীক্ষামূলক কোয়ান্টাম প্রসেসর মাত্র কয়েক মিনিটের মধ্যে একটি গণনা সম্পন্ন করেছে যা সম্পন্ন করতে কয়েক হাজার বছর সময় নিতে পারে একটি গতানুগতিক সুপারকম্পিউটার। এই গবেষণার ফলাফল প্রকাশ পেয়েছে বৈজ্ঞানিক জার্নাল নেচারে। গুগলের এই প্রথম কোয়ান্টাম কম্পিউটার কোয়ান্টাম আধিপত্য অর্জন করেছে, যার অর্থ এটি এমন কিছু করেছে যা কোনো গতানুগতিক কম্পিউটার কখনোই করতে পারেনি বলে আরও জানায় সংস্থাটি। কোয়ান্টাম কম্পিউটিং একটি উন্নত কম্পিউটিং প্রযুক্তি যা এখনও বিকাশের প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে এ নিয়ে বিবাদ করছে গুগলের প্রতিযোগী আইবিএম। তারা বলছে, গুগল সুপার কম্পিউটারটারের সক্ষমতাকে অবমূল্যায়ন করেছে।   ডিজিবাংলা/প্রান্ত